মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস বন্ধ

অঞ্চল-৪
মঙ্গলবার পূর্ণদিবস  ও বুধবার অর্ধদিবস বন্ধ

আওতাধীন এলাকা সমূহ 

 

আওতাধীন মার্কেট সমূহ

হাতিরপুল, কাঁঠালবাগান, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, ইন্দিরা রোড এলাকা, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরীবাজার, ফার্মগেট, তেজগাঁওয়ের একাংশ, কারওয়ান বাজার এলাকা, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, কলাবাগান, শুক্রাবাদ, সোবহানবাগ, নিউ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, রায়েরবাজার, হাজারীবাগ, জিগাতলা, পিলখানা, নিউমার্কেট এলাকা, ইডেন কলেজ এলাকা। কাঁটাবন এলাকার মার্কেট, হাতিরপুল বাজার, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, সাকুরা মার্কেট, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, গ্রিন সুপার মার্কেট, ফার্মভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সেজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট, নূর ম্যানশন, বাকুশাহ্ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং কমপ্লেক্স, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোডের মার্কেটগুলো, রাইফেল স্কয়ার, এ আর এফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা এআর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারী প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, কাব্যকস সুপার মার্কেট, কিচেন মার্কেট।

বিঃদ্রঃ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ,দুপুরের পর থেকে খোলা।

তথ্যসূত্রঃ

১।দৈনিক প্রথম আলো

২।দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস

৩।দ্যা ডেইলি স্টার 

বাংলাকোষে লিখুন, আয় করুন... [email protected] 
বিঃদ্রঃ বাংলাকোষ কোনো সংবাদপত্র নয়, এটি মূলত একটি আর্কাইভ। বাংলাকোষ এ প্রকাশিত সকল তথ্য কপিরাইট এর অন্তর্ভুক্ত। সুতরাং কোনো পূর্বানুমতি ছাড়া বাংলাকোষের কোনো তথ্য ব্যবহার করা যাবে না। তবে অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সূত্রসহ ব্যবহার করতে পারবে।