অঞ্চল-৭
বুধবার পূর্ণদিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ।
আওতাধীন এলাকা সমূহ |
আওতাধীন মার্কেট সমূহ |
|
মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, কুড়াটুলী, কুড়িল, নিকুঞ্জ-১ ও ২, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, উত্তরা মডেল টাউনের সব সেক্টর, কুড়িল থেকে টঙ্গী ব্রিজের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিমানবন্দর সড়ক এলাকা। |
লুৎফন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরন্নবী সুপার মার্কেট, সুবাস্তু নজর ভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজউক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমীর কমপ্লেক্স, লন্ডন প্লাজা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাস্কট প্লাজা, এসআর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট, রাজউক কসমো। |
বিঃদ্রঃ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ,দুপুরের পর থেকে খোলা।
তথ্যসূত্রঃ
১।দৈনিক প্রথম আলো