শুক্রবার পূর্ণদিবস ও শনিবার অর্ধদিবস বন্ধ

অঞ্চল-১
শুক্রবার পূর্ণদিবস  ও শনিবার অর্ধদিবস বন্ধ।

আওতাধীন এলাকা সমূহ 

 

আওতাধীন মার্কেট সমূহ

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহর বাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ ও কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, ফায়ার সার্ভিসের সদর দপ্তর এলাকা, ফুলবাড়িয়ার একাংশ, চানখাঁরপুল।

বাংলাবাজার বইয়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার (আড়ত), বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারী বাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেটগুলো, পাটুয়াটুলী ইলেকট্রনিক অ্যান্ড অপটিক্যাল মার্কেট, নয়ামাটি এক্সেসরিজ মার্কেট, শরীফ ম্যানশন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতীবাজার, নবাবপুর রোডের ইলেকট্রনিক ও মেশিনারিজ মার্কেট, নর্থ সাউথ রোডের স্যানিটারির দোকান, আজিমপুর সুপার মার্কেট, সুন্দরবন স্কয়ার মার্কেট।

বিঃদ্রঃ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ,দুপুরের পর থেকে খোলা।

তথ্যসূত্রঃ

১।দৈনিক প্রথম আলো

২।দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস

৩।দ্যা ডেইলি স্টার 

বাংলাকোষে লিখুন, আয় করুন... [email protected] 
বিঃদ্রঃ বাংলাকোষ কোনো সংবাদপত্র নয়, এটি মূলত একটি আর্কাইভ। বাংলাকোষ এ প্রকাশিত সকল তথ্য কপিরাইট এর অন্তর্ভুক্ত। সুতরাং কোনো পূর্বানুমতি ছাড়া বাংলাকোষের কোনো তথ্য ব্যবহার করা যাবে না। তবে অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সূত্রসহ ব্যবহার করতে পারবে।