নিয়াজ মাহমুদ সাকিব অত্যাধুনিক জৈব প্রযুক্তির বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্র্য রক্ষার নিমিত্তে এবং জৈব সুরক্ষা নিশ্চিতকরণে ইংরেজী ২০০০ সালের ২৯ জানুয়ারিতে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হওয়া “জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণ” সম্মেলনে স্বাক্ষরিত হওয়া অবিসংবাদিত চুক্তিই ‘কার্টাহেনা প্রোটকল’। খসড়া চুক্তির অনুচ্ছেদ ৩৭ অনুযায়ী, ২০০৩ সালের ১১ ই সেপ্টেম্বর থেকে কার্যকর হয় চুক্তিটি এবং এই চুক্তিতে ২০২০ সাল […]