নিয়াজ মাহমুদ সাকিব যুক্তরাষ্ট্রকে মোড়ল রাষ্ট্র হিসেবে কে না চেনে বর্তমান বিশ্বে। এর কাজই হলো এখানে সেখানে গিয়ে নিজের স্বার্থোদ্ধারে অযাচিত হস্তক্ষেপ করে আসা। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের মোড়লগিরিতে ভাগ বসাতে আসা রাষ্ট্র ইন্দোচীনে পঞ্চাশের দশকে সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্র ক্ষমতায় বসছিলো, তখনই পুঁজিবাদী যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রীদের এই রাষ্ট্রে রাষ্ট্রে বিজয়গাঁথা রচনার কাব্যরথ থামাতে কৌশলের আশ্রয় […]