বীরশ্রেষ্ঠ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামে একটি দেশ পৃথিবীর মানচিত্রে গর্বের সহিত স্থান করে নেয়। ৩০ লক্ষ শহীদের রক্ত ও দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে যারা বিশেষ ভাবে বীরত্ব প্রদর্শন করে স্বাধীনতার পর তাদের নানা খেতাবে ভূষিত করা হয়। খেতাবপ্রাপ্ত বীরের সংখ্যা ৬৭৬ জন। তার মধ্যে বীরশ্রেষ্ঠ সাত জন। তাদের প্রত্যেকে বিশেষ বীরত্ব প্রদর্শন করেন যুদ্ধ ক্ষেত্রেই শহীদ হন। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। এছাড়া বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন বঙ্গবন্ধু সরকার বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
বীরশ্রেষ্ঠদের তালিকা:
নং |
নাম |
সেক্টর |
পদবী |
জন্ম সাল ও গ্রামের বাড়ি |
শহীদ হওয়ার তারিখ ও স্থান |
০১ | মহিউদ্দীন জাহাঙ্গীর | বাংলাদেশ সেনা বাহিনী | ক্যাপ্টেন | ০৭-০৩-১৯৪৯ বাবুগঞ্জ,বরিশাল | ১৪-১২-১৯৭১ চাঁপাইনবাবগঞ্জ |
০২ | হামিদুর রহমান | বাংলাদেশ সেনা বাহিনী | সিপাহী | ০২-০২-১৯৫৩মহেশপুর, ঝিনাইদহ | ২৮-১০-১৯৭১ শ্রীমঙ্গল,সিলেট |
০৩ | মোস্তফা কামাল | বাংলাদেশ সেনা বাহিনী | সিপাহী | ১৬-১২-১৯৪৭ দৌলতখান, ভোলা | ১৮-০৪-১৯৭১, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া |
০৪ | মোহাম্মদ রুহুল আমিন | বাংলাদেশ নৌ বাহিনী | ইঞ্জিনরুম আর্টিফিসার | ১৯৩৫,সোনাইমড়ি, নোয়াখালী | ১০-১২-১৯৭১ রূপসা,খুলনা |
০৫ | মতিউর রহমান | বাংলাদেশ বিমান বাহিনী | ফ্লাইট লেফটেন্যান্ট | ২৯-১০-১৯৪১ রায়পুরা,নরসিংদী | ২০-০৮-১৯৭১ পাকিস্তান |
০৬ | মুন্সি আব্দুর রউফ | বাংলাদেশ রাইফেলস | ল্যান্স নায়েক | ১৯৪৩, মধুখালি,ফরিদপুর | ০৮-০৪-১৯৪৩ নানিয়ার চর, রাঙামাটি |
০৭ | নূর মোহাম্মদ শেখ | বাংলাদেশ রাইফেলস | ল্যান্স নায়েক | ২৬-০২-১৯৩৬মহিষখোলা, নড়াইল | ০৫-০৯-১৯৭১ গোয়ালহাটি, যশোর |
তথ্যসূত্রঃ
১।প্রতিরক্ষা মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
(গেজেট নোটিফিকেশন নম্বর ৮/২৫/ডি-১/৭২-১৩৭৮, ১৫ ডিসেম্বর, ১৯৭৩,)।
২। বাংলা উইকিপিডিয়া।
৩। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৪।বীরশ্রেষ্ঠদের কথা, বেলাল মোহাম্মদ,আরো প্রকাশন,ঢাকা।